রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
Homeএই মুহূর্তেWeather Update: এবার রাজ্য ভাসবে বৃষ্টিতে। কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস...

Weather Update: এবার রাজ্য ভাসবে বৃষ্টিতে। কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেখে নিন।

আগের মত তীব্র তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

Weather Today, Bharat Prova: তাপমাত্রা বাড়লেও আগামী এক সপ্তাহে আগের মত তীব্র তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।  কারণ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে থাকবে । এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আজ ও আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। রবিবার থেকে ফের বৃষ্টিপাতের পরিমাণ ও সম্ভাবনা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশী থাকায় ঘাম ও অস্বস্তি বাড়বে। শুক্রবার, শনিবার এবং রবিবার এই তিন দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মালদা এবং দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

যেহেতু আজ বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই, তাই কলকাতার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ থেকে একলাফে প্রায় ৫ ডিগ্রি কমে ২২.৭ ডিগ্রিতে নামে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.২ ডিগ্রি। গত ২৪ ঘন্টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৬ থেকে ৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ৩৪.৮ মিলিমিটার। গতকাল বিকেল কলকাতায় ১ মিনিটের জন্য ৭৯ কিলোমিটার বেগে ঝড় বয়েছে। ফলে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকলেও বিকেলের পর রাতের তাপমাত্রা নেমে এল স্বাভাবিকের ৩ ডিগ্রি নিচে।

আজও আংশিক মেঘলা আকাশ ও বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া দফতর।

________

Latest news

Related news