রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
Homeএই মুহূর্তেWBBSE Result: শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, মে মাসের তৃতীয় সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশ

WBBSE Result: শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, মে মাসের তৃতীয় সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশ

এবার মধ্যশিক্ষা পর্ষদ তড়িঘড়ি পদক্ষেপ করতে শুরু করেছে যাতে  উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আগেই মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যায়।

মে মাসের তৃতীয় সপ্তাহেই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। তবে তারিখ এখন ঠিক হয়নি বলেই জন গেছে। ইতিমধ্যেই প্রায় সব উত্তরপত্রই মূল্যায়ন করে নম্বর জমা পড়েছে পর্ষদের কাছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে বলেই পর্ষদ সূত্রে খবর। শেষ মুহূর্তের কাজ বলতে যে সমস্ত উত্তরপত্র নিয়ে সংশয় রয়েছে তারই শেষ পর্যায়ে মূল্যায়নের কাজ চলছে। তাই তৃতীয় সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে লক্ষ্যমাত্রা স্থির করেছে পর্ষদ বলেই জানা গিয়েছে।

এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ মে মাসের চতুর্থ সপ্তাহেই। জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। তার প্রস্তুতি নিতে শুরু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিকের 80 শতাংশের বেশি নম্বরও জমা পড়ে গিয়েছে, উত্তরপত্র মূল্যায়ন করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে বলেও জানা গিয়েছে। এবার মধ্যশিক্ষা পর্ষদ তড়িঘড়ি পদক্ষেপ করতে শুরু করেছে যাতে  উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আগেই মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যায়।

২০২৩ এর অর্থাৎ এবছরের মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে বিশেষভাবে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। লিখিত পরীক্ষা শেষ হয়েছিল গত ৪ মার্চেই। ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে। বিশেষত যেখান থেকে পরীক্ষার্থীরা ঢুকবেন, প্রধান শিক্ষকের ঘরে এবং যে ঘরে প্রশ্নপত্র রাখা থাকবে এই তিনটি ঘরে সিসিটিভি বসাতেই হবে। বেশিরভাগ পরীক্ষা কেন্দ্রেই এই নির্দেশ কার্যকর হয়েছিল বলে পর্ষদ দাবিও করেছে। বিশেষ ভাবে তৈরি অ্যাপের মাধ্যমেও এবার নজরদারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রশ্নপত্র কখন দেওয়া হচ্ছে, পরীক্ষাকেন্দ্রে কোনও বিশৃঙ্খলা হচ্ছে কী না, পরীক্ষাকেন্দ্রগুলি থেকে কোনও অভিযোগ আসছে কী না, এই যাবতীয় বিষয় অ্যাপের মাধ্যমে সরাসরি জানানোর ব্যবস্থা ছিল পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে। কলকাতা থেকে কেন্দ্রীয়ভাবে একজন করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকও রাখা হয়েছিল প্রত্যেকটি জেলাতেই।

________

Latest news

Related news