রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

CATEGORY

এই মুহূর্তে

নরেন্দ্রপুর: মোবাইল ব্যবহার এ অশান্তি, গৃহবধুর মৃত্যু

জানা গিয়েছে, বার বার ফোন ব্যবহার, ফোনে কথা বলা নিয়ে পারিবারিক অশান্তি লেগেই থাকতো ঐ দম্পতির মধ্যে। এমনকি অভিযুক্ত স্বামী কৌশিক শীল স্ত্রীর উপর শারীরিক অত্যাচারও করতেন। গতকাল অশান্তি চরমে ওঠে।

অপেক্ষার অবসান ঘটিয়ে ফল প্রকাশ। দেখে নিন মাধ্যমিক এর প্রথম দশের মেধাতালিকা

মাধ্যমিকে প্রথম হয়েছেন দেবদত্তা মাঝি। যুগ্ম দ্বিতীয় বর্ধমানের শুভম পাল এবং মালদহের রিফাত হাসান সরকার। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় হয়েছেন ৬ জন। প্রথম দশে কোন কোন পড়ুয়া রয়েছে কোন স্কুল থেকে, তাদের প্রাপ্ত নম্বর-সহ একটি তালিকা প্রকাশ করা হল।

পেট্রোলের যা দাম এবার জল ভরে চালাব। তাই সত্যি হল জলপাইগুড়িতে।

রাস্তাতেই স্টার্ট বন্ধ একের এক বাইক, স্কুটির। গন্তব্যে তো পৌঁছান হয় ই না, বরং গন্তব্য হয়ে যায় কাছকাছি  গ্যারেজে।

Weather Update: এবার রাজ্য ভাসবে বৃষ্টিতে। কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেখে নিন।

আজও আংশিক মেঘলা আকাশ ও বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া দফতর।

Jeet | Chengiz | Srijit Mukherjee: ‘চেঙ্গিজ’! জিৎকে সাধুবাদ সৃজিতের। বাংলা সিনেমার মোর ঘোরাতে জিৎ এর বড় পদক্ষেপ।

নীরজ পাণ্ডের গল্প অবলম্বন করে তৈরি এই ছবির হাত ধরেই এবার বলিউডে পা রাখলেন জিৎ। আউট অ্যান্ড আউট অ্যাকশনে ভরপুর এই ছবির গল্পের শুরু ১৯৭০ সালে।

WBBSE Result: শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, মে মাসের তৃতীয় সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশ

মে মাসের তৃতীয় সপ্তাহেই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। তবে তারিখ এখন ঠিক হয়নি বলেই জন গেছে। ইতিমধ্যেই প্রায় সব উত্তরপত্রই মূল্যায়ন করে নম্বর জমা পড়েছে পর্ষদের কাছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে বলেই পর্ষদ সূত্রে খবর।

Latest news

- Advertisement -spot_img