রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
Homeএই মুহূর্তেনরেন্দ্রপুর: মোবাইল ব্যবহার এ অশান্তি, গৃহবধুর মৃত্যু

নরেন্দ্রপুর: মোবাইল ব্যবহার এ অশান্তি, গৃহবধুর মৃত্যু

গতকাল অশান্তি চরমে ওঠে। আর তারপরই বাড়ি থেকে উদ্ধার হয় ওই গৃহবধুর দেহ৷

কথায় বলে মোবাইল যত ভাল ততো খারাপ। এবার সেই খারাপ এর উদাহরণ ই দেখল নরেন্দ্রপুর বাসী। বার বার মোবাইল ব্যবহার, মোবাইল এ কথা বলা নিয়ে অশান্তি বাধে দম্পতির মধ্যে। তার জেরে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে নরেন্দ্রপুর থানার রামচন্দ্রপুর এলাকায়৷ মৃতার নাম শুক্লা শীল। মৃতার স্বামী, ওরফে কৌশিক শীলকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিস৷ কৌশিক শীলকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিস৷ আজ তাকে বারুইপুর আদালতে পেশ করা হবে৷

জানা গিয়েছে, বার বার ফোন ব্যবহার, ফোনে কথা বলা নিয়ে পারিবারিক অশান্তি লেগেই থাকতো ঐ দম্পতির মধ্যে। এমনকি অভিযুক্ত স্বামী কৌশিক শীল স্ত্রীর উপর শারীরিক অত্যাচারও করতেন। গতকাল অশান্তি চরমে ওঠে। আর তারপরই বাড়ি থেকে উদ্ধার হয় ওই গৃহবধুর দেহ৷ এই ঘটনায় বারুইপুর পুলিস জেলার ডেপুটি পুলিস সুপার মোহিত মোল্লা জানিয়েছেন, মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস ৷ মুল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। 

প্রায় চার বছর আগে বিয়ে হয় কৌশিকে সঙ্গে রায়দিঘির বাসিন্দা শুক্লার। দেখাশোনা করেই তাঁদের বিয়ে হয়েছিল৷ কয়েক বছর কাটতেই শুরু হয় পারিবারিক অশান্তি। পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, স্ত্রীর ফোনে কথা বলাই অশান্তির মূল কারণ৷ এর আগেও নরেন্দ্রপুর থানায় স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে মারধর করার অভিযোগ দায়ের করা হয়েছিল৷ যদিও সে সময়  পুলিসের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করে মৃতার পরিবার। গতকাল সেই অশান্তি চরমে ওঠে।

সকালে দেহ উদ্ধার এর পর সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই সব স্পষ্ট ভাবে জন যাবে বলে জানিয়েছে পুলিস।  এমনকি এটাও জানা যাবে যে মৃত্যুর ঘটনা কি খুন নাকি আত্মহত্যা। পুলিস তদন্ত শুরু করছে।

________

Latest news

Related news