জানা গিয়েছে, বার বার ফোন ব্যবহার, ফোনে কথা বলা নিয়ে পারিবারিক অশান্তি লেগেই থাকতো ঐ দম্পতির মধ্যে। এমনকি অভিযুক্ত স্বামী কৌশিক শীল স্ত্রীর উপর শারীরিক অত্যাচারও করতেন। গতকাল অশান্তি চরমে ওঠে।
মাধ্যমিকে প্রথম হয়েছেন দেবদত্তা মাঝি। যুগ্ম দ্বিতীয় বর্ধমানের শুভম পাল এবং মালদহের রিফাত হাসান সরকার। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় হয়েছেন ৬ জন। প্রথম দশে কোন কোন পড়ুয়া রয়েছে কোন স্কুল থেকে, তাদের প্রাপ্ত নম্বর-সহ একটি তালিকা প্রকাশ করা হল।
মে মাসের তৃতীয় সপ্তাহেই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। তবে তারিখ এখন ঠিক হয়নি বলেই জন গেছে। ইতিমধ্যেই প্রায় সব উত্তরপত্রই মূল্যায়ন করে নম্বর জমা পড়েছে পর্ষদের কাছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে বলেই পর্ষদ সূত্রে খবর।