সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
Homeএই মুহূর্তেপেট্রোলের যা দাম এবার জল ভরে চালাব। তাই সত্যি হল জলপাইগুড়িতে।

পেট্রোলের যা দাম এবার জল ভরে চালাব। তাই সত্যি হল জলপাইগুড়িতে।

বাইক এবং স্কুটিতে পেট্রলের বদলে ভরে দেওয়া হচ্ছিল জল! তারপর? রাস্তাতেই স্টার্ট বন্ধ একের এক বাইক, স্কুটির।

বাস-ট্রামে ভিড় এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছতে বাইক কিংবা স্কুটিতে সওয়ার হন অনেকেই। বাদ যান না মহিলারাও। আর সেই  বাইক এবং স্কুটিতে পেট্রলের বদলে ভরে দেওয়া হচ্ছিল জল! তারপর? রাস্তাতেই স্টার্ট বন্ধ একের এক বাইক, স্কুটির। গন্তব্যে তো পৌঁছান হয় ই না, বরং গন্তব্য হয়ে যায় কাছকাছি  গ্যারেজে।

জলপাইগুড়ি শহরের ৩ নম্বর গুমটি এলাকার একটি পেট্রোল পাম্প যাঁরা গিয়েছে, তাঁদের নাকি পেট্রলের বদলে জল দেওয়া হচ্ছিল। ফলে মাথা হাত পড়েছে মোটরবাইক মালিকদের। ইঞ্জিন খারাপ  হয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই। এমন ই অভিযোগ। আর তারপর থেকেই বেপাত্তা হয়েছেন পাম্পটির মালিক। এদিকে এই ঘটনার পর শহরের বিভিন্ন গ্যারেজে রীতিমতো ভিড় জমে যায়। 

ঐ পাম্প থেকে তেল কিনেছিলেন চিত্রা রায় ও বান্টি দাস নামে দু’জন। তাঁদের দাবি, বাড়ির ফেরার পথে মাঝ-রাস্তায় স্টার্ট বন্ধ হয়ে যায়। এরপর যখন গাড়িটি গ্যারেজে নিয়ে যান, তখন দেখা যায়, ইঞ্জিনে পেট্রলের বদলে ঢেলে দেওয়া হয়েছে জল!

মালিক বেপাত্তা হলেও ঘটনাটি স্বীকার করে নিয়েছেন পেট্রল পাম্পের এক কর্মীও।

________

Latest news

Related news