Jeet, Chengiz, Bharat Prova: টলিউড এর এত দিনের ইতিহাসে এই প্রথম একই দিনে বাংলা ও হিন্দি দুটি ভাষায় একসঙ্গে মুক্তি পেল কোনও বাংলা ছবি। Jeetz Filmworks এর প্রযোজনায় ঈদের আগের দিন মুক্তি পেয়েছে ‘চেঙ্গিজ’। নানা জায়গায় হাউজফুল যাচ্ছে এই ছবি। সূত্রের খবর, পাঁচদিনে প্রায় ৩ কোটি টাকা আয় করেছে এই ছবি। ছবির এই সাফল্য দেখে জিতের প্রশংসায় পঞ্চমুখ সৃজিত মুখোপাধ্যায়।
প্রসঙ্গত, নীরজ পাণ্ডের গল্প অবলম্বন করে তৈরি এই ছবির হাত ধরেই এবার বলিউডে পা রাখলেন জিৎ। আউট অ্যান্ড আউট অ্যাকশনে ভরপুর এই ছবির গল্পের শুরু ১৯৭০ সালে। কলকাতায় তখন ডনেদের রাজ। কিন্তু তারা কেউ ইতিহাসের মোড় ঘোরাতে পারেনি। যে ইতিহাস বদলেছে সে হল জয়দেব সিং ওরফে চেঙ্গিজ। মা বাবা পুলিশ হওয়া সত্তেও সে কী করে হয়ে উঠল ড্রাগের ব্যবসায়ী সেই গল্পই লিখেছেন বলিউডের অ্যাকশন থ্রিলার স্পেশালিস্ট গল্পকার-পরিচালক নীরজ পাণ্ডে এবং রাজেশ গঙ্গোপাধ্যায়।
সৃজিত মুখোপাধ্যায় বৃহস্পতিবার জিতের প্রশংসা করে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সিনেমা সম্পর্কে আপনার দৃঢ় প্রত্যয় বজায় রাখতে এবং প্যান ইন্ডিয়া পর্যায়ে বড় স্বপ্ন দেখতে অনেক কিছুর প্রয়োজন। চেঙ্গিজ বাংলায় মশালা বিনোদনের পুনঃপ্রতিষ্ঠার প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে। ভবিষ্যতের দিকে এরকম নির্ভীকভাবে এগিয়ে যাওয়ার জন্য জিৎকে অভিনন্দন!’ সেই ট্যুইট শেয়ার করে জিৎ লিখেছেন, ধন্যবাদ। সঙ্গে হাত জোরের একটি ইমোটিকন।
‘চেঙ্গিজ’ ছবির প্রথম দিনের আয় ছিল অনেক কম মাত্র ৩৫ থেকে ৪০ লাখ এর মতো। এই ছবির দ্বিতীয় দিনের মোট আয় বেড়েছে ১৭০ শতাংশ অর্থাৎ ৯৫ লক্ষ টাকা, যার মধ্যে হিন্দি ছবির আয় ৩৫ লক্ষ ও বাংলা ছবির আয় ৬০ লক্ষ। সব মিলিয়ে দু-দিনে এই ছবির আয় দাঁড়িয়েছে ১ কোটি ৩০ লক্ষ টাকার আশেপাশে।মঙ্গলবার অবধি গত ৫ দিনে প্রায় ৩ কোটি টাকা ব্যবসা করেছে এই ছবি।
নীরজ পাণ্ডের গল্প অবলম্বন করে তৈরি এই ছবির হাত ধরেই এবার বলিউডে পা রাখলেন জিৎ। যা বাংলা ও হিন্দি দুটি ভাষায় একসঙ্গে মুক্তি পেল। টলিউডে যেমন ইদ মানেই জিতের ছবি সেরকম বলিউডে ইদ মানেই সলমান খানের ছবি। চার বছর পর মুক্তি পেল সলমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। পূজা হেগড়ের সঙ্গে জুটি বেঁধেছেন সলমান। সুতরাং বলাই যায় বলিউডে এবার বাংলার সুপারস্টারের মুখোমুখি সলমান খান। সেই ছবি নিয়েও উত্তেজনাও অনেক বেশি।
________