সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
HomeবিনোদনRyan Grantham: কারাদণ্ডে দণ্ডিত, ২০২০ সালে খুন করেন নিজের মাকে

Ryan Grantham: কারাদণ্ডে দণ্ডিত, ২০২০ সালে খুন করেন নিজের মাকে

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকেও খুনের পরিকল্পনা করেছিলেন রায়ান।

Ryan Grantham, ভারত প্রভা নিউজ রুম: মাকে খুন করে দোষী সাব্যস্ত, ‘রিভারডেল’ অভিনেতা রায়ান গ্রানথাম। বুধবার ‘ডায়েরি অফ আ উইম্পি কিড’ খ্যাত অভিনেতাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল ব্রিটিশ কলম্বিয়া সুপ্রিম কোর্টের বিচারপতি ক্যাথলিন কের। ২০২০ সালে নিজের মা বারবারা ওয়েট-কে খুন করেন রায়ান। তারপর থেকেই পুলিস হেফাজতে ছিলেন কানাডিয়ান অভিনেতা। বছর ২৪-এর অভিনেতাকে বিচারপতি দ্বিতীয় ডিগ্রি মার্ডারের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। যদিও তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ ছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর গ্রেফতার হওয়ার পর থেকেই রায়ান গ্রানথামের মানসিক স্বাস্থ্যের চিকিৎসা চলছে। নিজের মা কে খুন করার পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকেও খুনের পরিকল্পনা করেছিলেন রায়ান। গণহত্যার পরিকল্পনা ছিল তাঁর। গত মার্চে ভ্যাঙ্কুভার আদালতে দাঁড়িয়ে নিজের এই পরিকল্পনার কথা স্বীকার করে নেন অভিনেতা। তিনি জানান, বাড়িতে পিয়ানো বাজানোর জন্য মা বারবারা ওয়েটের মাথার পিছন দিকে গুলি চালান তিনি। যদিও অভিনেতার মা জেনেও যান যে তাঁর ছেলেই তাঁকে মারতে গুলি করেছে। পুরো বিষয়টিই ঘটে ফিল্মি কায়দাতে।

গোপ্রো ক্যামেরার রেকর্ড করা হয় মা বারবারাকে খুনের দৃশ্য। ভিডিয়োতে দেখা যায় মা কে  খুনের পর বিয়ার খান, গাঁজা সেবন করেন রায়ান গ্রানথাম। এরপর গাড়িতে তিনটে বন্দুক, বেশকিছু গোলাবারুদ এবং ১২টি মোলোটভ ককটেল ভরে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাসবভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তাঁকে খুনের চক্রান্ত ছিল রায়ানের। এরপর হোপ শহরের দিকে গাড়ি চালিয়ে যান প্রায় ২০০ কিলোমিটার। অভিনেতা ভ্যাঙ্কুভার থানায় গিয়ে পুলিসকে নিজেই জানিয়েছিলেন, যে তিনি নিজেই তার মা কে খুন করেছেন। আদালতকে অভিনেতা জানিয়েছেন, গণহত্যার ছক কষেছিলেন ভ্যাঙ্কুভারের লায়ন্স গেট ব্রিজে কিংবা সাইমন ফ্রেজার ইউনিভার্সিটি, যেখানে কিনা তিনি পড়াশোনা করেছেন।

উল্লেখ্য, ২০১০ সালে  ‘ডায়েরি অফ আ উইম্পি কিড’-এ অভিনয় করে বিশেষ পরিচিতি পেয়েছিলেন রায়ান গ্রানথাম। তারপর ২০১৯-এ টিভি শো  ‘রিভারডেল’ এবং ফ্যান্টাসি ড্রামা ‘সুপারন্যাচরাল’-এ অভিনয় করেন তিনি।

______

Latest news

Related news